নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়া থেকে কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র নেতৃত্বে পানির বোতল প্রতীকের নির্বাচনী মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বাঙ্গালের মোড়, কুখরালী মোড়, পুলিশ ফাঁড়ী মোড়, ইটাগাছা পশ্চিম পাড়া মোড়, হাসান-হোসেন জামে মসজিদ মোড়, মানিকতলা মোড় প্রদক্ষিণ শেষে ইটাগাছা পূর্বপাড়ায় পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন মোজাম, ইলিয়াছ হোসেন, আব্দুল কুদ্দুস, তুহিনুর রহমান, মাসুম, নাহিদ, জাহিদ, শাওন, মোজাহিদ, সাইফুল ইসলাম লিটন, শাহাজান বিশ্বাস, সালাউদ্দীন, ঠিকাদার আশরাফ হোসেন, ফরিদা পারভিন, প্রতিমা, মুজিবর রহমান, ফজলু ঢালী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘আগামী নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বর্তমান কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর বিকল্প নেই। । তাই আপনারা ১৪ ফেব্রুয়ারি স্বপরিবারে শেখ জাহাঙ্গীর হোসেন কালুর পানির বোতল প্রতীকে ভোট দিয়ে এলাকার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।’
Leave a Reply