শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উপর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড টিকাদান কার্যক্রম শুরু হবে, সরকারী নির্দেশনা মোতাবেক অনলাইনে রেজিঃ কৃত ১৮ হতে ৬৫ বয়সের ব্যক্তিরা টিকা পাবেন, প্রথম পর্যায়ের ভ্যাকসিন টিকার মেয়াদ আগামী ১৬ এপ্রিল ২০২১ শেষ হবে, প্রতি সপ্তাহ রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ৩দিন উপজেলা পরিষদ কমপ্লেক্স (নতুন ভবন) ২য় তলায় টিকাদান কার্যক্রম চলবে, শ্যামনগরে ৯৬০০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে ২ বার টিকাদান করা হবে, নির্ধারিত দিনগুলোতে দৈনিক ৩০০ ব্যক্তিরা টিকা পাবেন, টিকা প্রদানকৃত ব্যক্তিদের আধা ঘন্টা বিশ্রামের পরে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে যারা ভ্যাকসিন পাবেন তাদের সরকার নির্ধারিত ব্যক্তিদের তালিকা জানানো হয় এবং তাদের কে অনলাইনে রেজিঃ করার পরামর্শ দেওয়া হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল, সেক্রেটারী জাহিদ সুমন, সাবেক সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পী, রনজিৎ বর্মন, সরদার সিদ্দীক, তপন কুমার বিশ্বাস, এম কামরুজ্জামান ও মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply