দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্যকালে আছাদুল হককে জয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ’।
শনিবার বিকাল ৪টায় দেবহাটার টিকেট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান আছাদুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তৃতাকালে উপস্থিত জনসাধারণের প্রতি এ আহ্বান জানান তিনি।
কুলিয়ার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হৃদয় কুমার মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সেন্ট্রাল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক পরিমল গাঁতিদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এএফএম আব্দুল্যাহ, সাবেক ইউপি সদস্য কৃষ্ণপদ সরকার, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, আমজাদ হোসেন, সুভাষ চন্দ্র বৈদ্য, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। সভায় ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কয়েক হাজারো জনসাধারণ ও ভোটাররা উপস্থিত ছিলেন। সভা শেষে সেখানে আছাদুল হকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।
Leave a Reply