কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ৬ দলীয় রেকাতুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় বসন্তপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ইয়াং স্টার জেনারেশ প্রতিপক্ষ শেখ রাসেল স্মৃতি সংসদ ক্রিকেট একাদশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা নির্দ্ধারিত ১৫ ওভাবে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ইয়াং স্টার জেনারেশন ১৫ ওভাবে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সক্ষম হয়। ম্যাচ সেরা ও টুর্নামেন্টে সেরা হয়েছেন চ্যাম্পিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের খেলোয়াড় শম্ভু দাশ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শিশির দত্ত ও আবু তাহের। মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শের আলীর ধারাবর্ণনায় এবং জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। আয়োজক বসন্তপুর যুব সংঘের সভাপতি মোক্তার আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা জমাত আলী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, ইউপি সদস্য নুরুস সালাম াইন, ফিরোজা বেগম, মথুরেশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শেখ মিয়ারাজ আলী, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা আবু মুছা, বিশিষ্ট সমাজসেবক আরিজুল ইসলাম, সাবিনা খাতুন, জাহানারা খাতুন প্রমুখ।
Leave a Reply