নিজস্বপ্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহজ্ব কাজী ফিরোজ হাসানের পাঞ্জাবি প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) বিকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ায় আলহাজ্ব মো. বীর মুক্তিযোদ্ধা শেখ তইবুর রহমান শান্তর সভাপতিত্বে ও কাজী নজরুল ইসলামের সঞ্চলনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী আলহজ্ব কাজী ফিরোজ হাসান।
এ সময় আরও উপস্তিত ছিলেন, শেখ পলাশ হাসান, সাদিকবুজ্জামান সাদিক, মো. ওমর আলী, এ্যড. কাজী আব্দুল মজিদ, শেখ নিয়াজ মাহমুদ বিমান, শেখ মিলু হাসান, নাজমা পরভীন, কাজী আব্দুল মাগফুর, কাজী কবিরুল হোসেন বাদশা, কাজী রেজা, প্রমূখ। পরে সুলতানপুর শেখ পাড়ায় মোড়ে পথ সভা করেন। এ সময় ফিরোজ হোসেন বলেন ১৪ তারিখে আমার পাঞ্জাবি প্রতীকে ভোট দিয়ে এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ করে দিন আমি আপনাদের সেবক হিসেবে ৫ বছর কাজ করেছি আগামীতে ও কাজ করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আগমী ১৪ তারিখে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
Leave a Reply