আশাশুনিতে ভেড়ীবাঁধের নির্মাণ কাজ পরিদশর্নে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া-চাকলায় আম্পানে ভেঙে যাওয়া ভেড়ীবাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার বিকাল ৩টায় ভেঙে যাওয়া ভেড়ীবাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, ভাঙ্গন রোধে সরকার খুবই আন্তরিকতার পরিচয় দিয়েছে। সে লক্ষে আম্পানে ক্ষতিগ্রস্থ ভেড়ীবাঁধের ভাঙ্গন আটকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামী অল্প কয়েক দিনের মধ্যেই প্লাবিত অবস্থার হাত থেকে রক্ষা হবে ইনশাআল্লাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের সার্বিক খোঁজ খবর নেন। ভেঙে যাওয়া ভেড়ীবাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে পাইকগাছা ও কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় চিপ ইঞ্জিনিয়ার, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, হারুন-উর-রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *