আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় আলোচিত জাহাঙ্গীর হত্যার তৃতীয় বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার জাহাঙ্গীর হত্যার ৩য় বার্ষিকী উপলক্ষে আনুলিয়া ব্লাড ব্যাংকের আয়োজনে মরহুমের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও তার খুনিদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও আনুলিয়া ব্লাড ব্যাংকের পক্ষ থেকে জাহাঙ্গীরের পরিবারকে নগদ ৫হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পর এলাকাবাসীর অংশগ্রহনে বিছট সড়কে প্রতিবাদ সভা এবং মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান ও আনুলিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা আলমগীর আলম লিটন। আবু মুছা রনির সঞ্চালনায় এসময় ইউপি সদস্য স,ম আলমগীর আলম, মরহুমের বড় ভাই আলমগীর হোসেন, আনুলিয়া ব্লাড ব্যাংকের সহ-সভাপতি ফজলুর রহমান ডাবলু, যুগ্ন-সাধারন সম্পাদক সজল হোসেন ও লিটন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক তুহিন, আবু হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে ও প্রতিবাদ সভায় এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবী জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ইউনুছ ঢালী, রিয়াজুল ইসলাম, মোস্তফা গাজী, আশিক, আবু হাসান ঢালী, আশরাফুল মালী, আবুদ্দিন হোসেন, জিয়ারুল ইসলাম জিয়া ঢালীর সার্বিক সহযোগিতায় মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত এবং তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজাপুর একসরা বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি খুঁনি আজিজ, রবিউল ও আলামিন নৃশংসভাবে জাহাঙ্গীরকে হত্যা করে মধ্যম একসরা মাদ্রাসার সেফটি ট্যাংকের ভেতর লুকিয়ে রেখেছিল।
Leave a Reply