মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় এলাকায় নানা ধরনের রোগের প্রকোপ বেড়েছে। বাংলাদেশের দক্ষিণ -পশ্চিম উপকূলীয় এলাকা হিসেবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা এবং খুলনা জেলার কয়রা উপজেলা অত্যান্ত জলবায়ু ঝুঁকিপূর্ন এলাকা। দূর্গম এলাকা হওয়ায় এসব এলাকার অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। এলাকাগুলোর রাস্তা ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। অনেক জাগায় নদী পথই এক মাএ যাতায়াতের মাধ্যম। তাই এসব এলাকায় গড়ে ওঠেনি ভাল কোন হাসপাতাল। নেই কোন ভাল চিকিৎসক। গ্রামের ডাক্তার দিয়েই চলে তাদের চিকিৎসা। এখানে নেই কোন ভাল ঔষধের দোকান। দু একটি থাকলেও সেখানে ঔষধ বিক্রি হয় চড়া দামে। প্রত্যন্ত এলাকা থেকে কাউকে ভাল চিকিৎসা সেবা নিতে হলে তাকে যেতে হয় ৩০-৪০ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর্থিক সংকটের কারনে সেটাও সম্ভব হয়ে ওঠেনা কারো কারো ক্ষেত্রে। তাদের এই কষ্টের কথা চিন্তা করে লিডার্স প্রতি মাসে শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়নের এবং কয়রা উপজেলার ২ টি ইউনিয়নের মোট ১৪ টি দূর্গম স্থানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে থাকে। ক্যাম্পগুলোতে নারী ও শিশু সহ সকল কার্ডধারীদের বিনামূল্যে ঔষধের ব্যবস্থাপত্র সহ ৮০% ছাড়ে ঔষধ প্রদান করা হয়। প্রতি মাসের মত ডিসেম্বর ২০২০ মাসে ১৪ টি স্থানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
Leave a Reply