বেনাপোল সংবাদদাতা : যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামে র্যাবের অভিযানে ৪০বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলো ভবারবেড় গ্রামের মৃত ইয়াকুব আলী’র ছেলে কামাল হোসেন(৩৫) ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম(৪৭) ।
বুধবার দুপুর সাড়ে তিনটার সময় যশোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এই আটকের বিষয়টি জানিয়েছেন। যশোর র্যাব-৬ সিপিসি,৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদেরকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
Leave a Reply