রোজ বাবুর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

জহুরুল কবীর: সাতক্ষীরার বিশিষ্ট সাংস্কৃকিত ব্যক্তিত্ব, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক ও উদীচী সাতক্ষীরার সহ সভাপতি আবু আফফান রোজবাবুর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার বেলা এগারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার চেয়ে বলেন সাতক্ষীরাসহ দেশের ও বিদেশের মাটিতে যে শিল্পীর কন্ঠের সুমধুর গান মানুষের কানে অহরহ বাজে, যিনি সাতক্ষীরার সকল শ্রেনীর মানুষের কাছে অতি পরিচিত নাম ও মুখ সেই আবু আফফান রোজবাবুর নামে দেবহাটা থানায় এক মামলাবাজ মানুষের রোষানলে পড়ে তাঁর নামে মামলা রেকর্ড হয়েছে, যা সমগ্রশিল্পী সমাজের কাছে মর্মস্পশী ও বেদনাদায়ক। ঘের দখলের মত একটি দুর্র্ধষ ঘটনার সময় আবু আফফান রোজ বাবু ঢাকা ইস্কাটন রোডে এক চোখের ডাক্তারের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন বলে আবু আফফান রোজবাবুর মুখে জানা যায়। তিনি ঢাকা থেকে ১জানুয়ারী সাতক্ষীরা ফেরেন। মামলা রেকর্ডের পূর্বে বাদী ও বিবাদী সর্ম্পকে সঠিক তদন্ত করে মামলাটি রেকর্ডভুক্ত করা উচিৎ ছিল। যেহেতু বিবাদী একজন স্বনামধন্য ওস্তাদ শিল্পী। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক ও উদীচী, সাতক্ষীরার সহ সভাপতি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘদিনের প্রাক্তন সভাপতি কবি পল্টু বাসারের সভাপতিত্বে ও বর্ণমালা একাডেমির পরিচালক আবৃত্তি শিল্পী শামিমা পারভিন রতœার সঞ্চালনায় বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, বিশিষ্ট কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী, স্বরলিপি একাডেমির পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহিদুর রহমান, কন্ঠশিল্পী কামরুল ইসলাম, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আক্তারুজ্জামান কাজল, বাদ্যযন্ত্র শিল্পী জ্যামী, অজয় সাহা, বিশ্বজিৎ সাহা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কবি সরদার গিয়াসউদ্দীন মনি, মর্নিং সান এর পরিচালক শেখ আমিনুর রহমান কাজল, অনলাইন ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক আলোর যাত্রার সাদরুল কাদির শাওন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *