নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় বেইলী ব্রীজ ভেঙ্গে একটি পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গিয়ে ট্রাক চালক সহ তিনজন নিহত হয়েছে। নিহত তিন জনের মধ্যে আরাফাত নামে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি ওই ট্রাকের চালক বলে পুলিশ জানিয়েছেন।
ট্রাকটি আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার সময় পাথর নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি দিকে যাচ্ছিল। ২৪ টন পাথর বোঝাই এই ট্রাকটি ব্রীজে উঠার পর হঠাৎ করে ব্রীজ ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এই সময়ে ট্রাকে চালক হেলপার সহ অন্য একজন ট্রাকের নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ , সেনাবাহিনী ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে নদীতে পড়া ট্রাকের নীচ থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে। চালকের নাম পাওয়া গেলেও অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বেইলী ব্রীজের ধারণ ক্ষমতা রয়েছে মাত্র পাঁচ টন এই ক্ষেত্রে ২৪ টনের ট্রাক ব্রীজে উঠার সঙ্গে সঙ্গে ব্রীজটি ভেঙ্গে যায়।
ব্রীজ ভেঙ্গে যাওয়ায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি , রাঙ্গামাটি-মহালছড়ি ও রাঙ্গামাটি-নানিয়রিচর সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Leave a Reply