আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে কলারোয়াসহ ৫৬ পৌরসভায় নির্বাচন

জহুরুল কবীর: চতুর্থ ধাপে সাতক্ষীরা কলারোয়াসহ ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারিচতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোট হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার (৩ জানুয়ারি) এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।

গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের তফসিলের ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয়। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *