শ্যামনগর ব্যুরো : সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে বাঁধাপ্রদান এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ড্রীম এর সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী, শহর আলী গাজী, মো. আবু হাসান, বনজীবি নারী উন্নয়ন সংগঠন এর শেফালী খাতুন, ফাতেমা খাতুন, নুর ইসলাম, সোমা পারভীন, অপর্ণা রাণী প্রমুখ।
স্থানীয় সাঈদ মোড়ল তার বক্তব্যে বলেন, ড্রীম সংগঠন টি তারা এই এলাকার মানুষের সুপেয় খাবার পানির প্লান্ট নির্মাণের উদ্যোগ করে, কিন্তু তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সেটির প্রতিবাদ জানাই।
রোকেয়া বেগম তার বক্তব্যে বলেন, এই এলাকার একজন মহিলা প্রসূতি হলে তাদের চিকিৎসার জন্য উপজেলা সদরে যেতে হয়। ড্রীম একটা হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ড্রীমের কাজকে যারা বাঁধা প্রদান করে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply