নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এসব বই বিতরণ করা হয়। আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষাার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। এসময় আরো উপস্থিত ছিলেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক সুয়ের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক উচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক আবুশোয়েব এবল, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান প্রমূখ। এসময় মাদ্রসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply