ঈমান আলী: সাতক্ষীরা শহরের প্রানকেন্দ্র সঙ্গীতা মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত সড়কে প্রান সায়ের খাল খননের মাটি বহনের জন্য কাদা ও ধুলাবালিতে অতিষ্ট সাধারন মানুষ। এই ধুলাবালির কবলে পড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। সাতক্ষীরার প্রাণ সায়র খাল খননের ময়লামাটি পরিবহনের কারণে শহর হয়েছে নোঙড়া ধুলো-ময়লার দুষিত রাজ্য। এই দুরাবস্থা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ এখনো দৃশ্যমান হচ্ছে না। এতেকরে ক্ষোভের সঞ্চার হচ্ছে সড়কে চলাচলকারী পথচারী ও স্থানীয় রাস্তার দুপাড়ের ব্যাবসায়ীদের মাঝে। সরেজমিন দেখা যায়, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে প্রান সায়ের খাল খননের ময়লা কাদামাটি বহনের সময় মাটি বহনকারী গাড়ি থেকে ছিটকে পড়া মাটি থেকে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। ফলে সড়কটিতে গাড়ী চলাচলের সময় ধুলাবালিতে পথ অন্ধকার হয়ে যায়। এতে করে নিত্যদিন চলাচলকারী মানুষ ও দোকানদারদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নিয়মিত যাতায়াতকারী কয়েকজন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, আবর্জনায় ভরা সাতক্ষীরায় প্রানসায়র খালের ময়লামাটি এক ধরনের জীবানু, আর প্রতিদিন এই জীবাণুযুক্ত ধুলাবালি সহ্য করে সাধারন মানুষকে এই সড়কে চলাচল ও ব্যাবসায়ীর ব্যাবসা করতে হচ্ছে। যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে। সাধারন মানুষের তীব্র ভোগান্তির শিকার প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিবেন এটাই সর্ব মহলের দাবী।
Leave a Reply