সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়েছে রাস্তা। গেল বছরের জুন মাসে মাছখোলা ক্লাব মোড় থেকে মাছখোলা বাজার পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি তবে ইতিমধ্যেই ধ্বসে পড়েছে রাস্তটির কিছু অংশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ভোগান্তির পর গেল বছরের মাঝামাঝি সময়ে রাস্তাটির পুণঃনির্মাণ কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। তবে ঠিকাদারের অবহেলায় এরই মধ্যে মাছখোলার দাউদের পুকুর সংলগ্ন এলাকায় রাস্তাটির বৃহৎ একটি অংশ ধ্বসে পড়েছে। এখনি যদি রাস্তটির সংস্কার করা না হয় তবে সামনে আরও ভয়াভহ ভাঙ্গন দেখা দিতে পারে।
স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন, রাস্তার ধার থেকে মাটি কেটে রাস্তার পাড় বাধার কারণে এতদ্রুত রাস্তা ধ্বসে পড়ছে।
তারা আরো বলেন, এখনো রাস্তার নির্মাণকাজ শেষ না হলেও এরই মধ্যে রাস্তাটি দিয়ে দিনে অসংখ্যবার ট্রলি, ডাম্পার এবং ট্রাক ইটভাটার পরিবহন কাজে এ রাস্তাটি ব্যবহার করে ফলে দিনে-দিনে রাস্তাটি আরো ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে।
স্থানীয়রা দ্রুত রাস্তাটির নির্মাণকাজ শেষ ও ধ্বসে পড়া অংশের সংস্কার দাবি করেছেন।
Leave a Reply