ভোমরা প্রতিনিধি : হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সোমবার (১৮ জানুয়ারি ২০২১) সকালে ভোমরা পশ্চিম পাড়া কবর স্থান সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে আলহাজ্ব গোলাম রব্বানির সভাপতিত্বে ২৫তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এম মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল-ফিরদাউস আলফা, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ অহিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন এবং শ্রমিক সর্দার আশরাফুল ইসলাম (বাবলু)। এ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলাধীন হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কুরআন শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। কুরআন প্রতিযোগিতায় ৫ পারা থেকে শুরু করে ৩০ পারা পর্যন্ত শ্রেণী বিন্যাসের মাধ্যমে প্রতিযোগিতারা অংশ গ্রহন করে। অংশ গ্রহনকারী প্রতিযোগিদেরকে ক ও খ গ্রুপে বিভক্ত করে কুরআন তিলাওয়াতে অংশ নেয়। এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রত্যেক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন প্রকারের আকর্ষণীয় পুরস্কার বিতারন করা হয়। অনুষ্ঠান শেষে হিফজুল কুরআন শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান করা হয়।
Leave a Reply