ভারতে প্রথম করোনার টিকা পেলেন এক পরিচ্ছন্নতা কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে তা গ্রহণ করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সের (এআইআইএমএস) এক পরিচ্ছন্নতা কর্মী। মনিশ কুমার (৩৩) নামের এই পরিচ্ছন্নতা কর্মীর পর একে একে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যকর্মী ধাওয়াল দিবেদি, এআইআইএমএস’র পরিচালক ড. রনদীপ গুলেরিয়া এবং নিতি আয়োগের সিনিয়র সদস্য ড. ভিকে পাল। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। শনিবার সকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচিতে দুইটি কোম্পানির টিকা সরবরাহ করছে ভারত। এগুলো হচ্ছে সেরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা।
প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনিশ কুমার বলেন, ‘আমার অভিজ্ঞতা চমৎকার। টিকা নিতে আমি অনিচ্ছুক ছিলাম না… মানুষের ভয় পাওয়ার কিছু নেই। টিকা নিয়ে এখন আমার কোনও সন্দেহ নেই। সবারই টিকা নেওয়া উচিত।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করলেও টিকাদান অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘মহামারি মোকাবিলায় এসব টিকা আমাদের সঞ্জিবনী। পোলিও বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতেছি আর করোনার বিরুদ্ধে লড়াইয়ের মাহেন্দ্রক্ষণে পৌঁছেছি। আজকের এই দিনে আমি সামনের সারির কর্মীদের ধন্যবাদ জানাতে চাই।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *