বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলী স্মৃতি সংসদ’র ৮ দলীয় নক আউট ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলী স্মৃতি সংসদ এর আয়োজনে ৮ দলীয় নক আউট ক্রিকেট টুনামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ভাবে এ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করেন পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রয়াত এড. এএফএম এন্তাজ আলীর পতœী নাদিরা আলী। নির্ধারিত ৬ ওভারের ফাইনাল খেলায় সুমিত ফ্যাশন হাউজ কামাল নগর যুব সংঘের মোকাবেলা করে। সুমিত ফ্যাশন হাউজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে। জবাবে কামালনগর যুব সংঘ ৩ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলকে নগত ৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সহ-সভাপতি জিএম মিজান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স ম আরশাদ আলী, শেখ শফিকুর রহমান পিন্টু, নাহিদা আলী সুমনা প্রমুখ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কামালনগর যুব সংঘের নিশিত, ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন সুমিত ফ্যাশন হাউজের নয়ন। খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন শেখ রফিকুর রহমান লাল্টু ও ফজলুল করিম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *