দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ফেয়ার মিশন একটি জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন। ইং ২০০১ই সাল থেকে দেবহাটা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখে আসছে। রবিবার ১০ জানুয়ারী, রাত্র ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ শফিকুল আহম্মদকে তার নিজ বাস ভবনে ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের নেতৃত্বে ফেয়ার সদস্যরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সচিব মোঃ শফিকুল আহম্মদ তার শুভেচ্ছা বক্তব্যে ফেয়ার মিশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখার জন্য ফেয়ার মিশনকে ভুয়াসী প্রশাংসা করেন এবং প্রতিটি সামাজিক কর্মকান্ডে তার সহযোগীতা থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগেও ফেয়ার মিশনের পক্ষ থেকে সচিব মহোদয়কে দুইবার আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছেন। এ সময় ফেয়ার মিশন ক্যটারিং সাভিসের সভাপতি মামুন হোসেন, সেক্রেটারী আরিফ বিল্লাহ রানা, সহ সভাপতি রফিকুল ইসলাম পাখি, জয়েণ্ট সেক্রেটারী উত্তম কুমার, প্রচার সম্পাদক আসিফ ইকবাল, ফেয়ার মিশনের পারুলিয়া ইউনিয়ন সভাপতি আল আমিন, সেক্রেটারী সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন সভাপতি ইমরান হোসেন সুমন, সেক্রেটারী আসাদুল ইসলাম, কুলিয়া সভাপতি শাহিন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি রশীদুল আলম রশীদ, সাংবাদিক আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply