দেবহাটা সংবাদদাতা: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি দেবহাটা উপজেলা শাখার পক্ষ থেকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ আক্তার হোসেনের নেতৃত্বে দেবহাটা উপজেলার গ্রাম ডাক্তার গনের উপস্থিতে মত বিনিময় কালে ওসি বিপ্লব কুমার সাহা তার বক্তব্যে বলেন, গ্রাম ডাক্তাররা গ্রামের মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। বাংলাদেশের মত জায়গায় গ্রামের মানুষরা বিভিন্ন সমস্যার কারনে সব সময় সরকারী রেজিষ্ট্যাট ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে পারে না। গরীব আসহায় মানুষদের আস্থার জায়গা গ্রাম ডাক্তারগন। এ সময় তিনি সরকারী নীতিমালা অনুযায়ী গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানান। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সদস্য গ্রাম ডাঃ আব্দুল হাই, গ্রাম ডাঃ মনিরুজ্জামান, গ্রাম ডাঃ জাহাঙ্গীর আলম, গ্রাম ডাঃ স¦পন কুমার, গ্রাম ডাঃ মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন সেক্রেটারী গ্রাম ডাঃ মাসুদ পারভেজ, দেবহাটা সদর ইউনিয়নের সভাপতি গ্রাম ডাঃ আরিফুল ইসলাম, সদস্য আবুল কালাম, গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন প্রমুখ।
Leave a Reply