দেবহাটা ব্যুরো: পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে বেলা ১-৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন। এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখা বিভিন্ন র্কমসূচী পালন করেছে। রবিবার সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন কাউন্সিল চত্ত্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে শতাধিক মটর সাইসেল নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়। গাজীরহাটে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন সাহেব আলী, বক্তব্য রাখেন আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। র্যালীটি দেবহাটায় অনুরুপ পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিক কমিটির সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্ল্যা, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন, যুব লীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের যে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন পূরনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের কাছে তুলে ধরতে সাবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply