দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হাফিজুল ইসলাম নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মেসার্স হাফিজ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী ও উত্তর পারুলিয়া গ্রামের সৈয়দার রহমানের ছেলে। সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে পালিয়ে ছিলো সে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ওসি জানান, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে। কোন অপরাধীই ছাড় পাবেনা। গ্রেফতারকৃত হাফিজুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply