দেবহাটা ব্যুরো: বর্ষিয়ান জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার বার বার নির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মুনসুর আহম্মেদ বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সি বি হাসপাতলে চিকিৎসাধীন আছে। এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তির আশু সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার বিকাল ৪টায় দেবহাটার পারুলিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা আরশাফ সরদার, সাবেক কমান্ডার জামসেদ আলম, পারুলিয়া ইউ,পি কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা নুরমোহাম্মাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মুনসুর আহম্মেদ এর আশু রোগ মুক্তিকামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পারুলিয়া গাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ সাদ্দাম হোসেন। দোয়া অনুষ্ঠান শেষে তবারক বিতারন কর হয়।
Leave a Reply