কালিগঞ্জ প্রতিনিধি: আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ কালিগঞ্জে মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের ঘরের কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। সোমবার বেলা ১১টায় নলতা ইউনিয়নের বাবুরাবাদ,সন্যাসীরচক সহ উপজেলার সব কয়টি দুর্যোগ সহনীয় ঘরের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাংবাদিক সাজেদুল হক সাজু। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ঘরের কাজ পরিদর্শন শেষে কাজের গুনগত মানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান বলেন,মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়। প্রতিটি বাড়ি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
Leave a Reply