আশাশুনির বড়দলে ওসি গোলাম কবিরের মতবিনিময়

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দলে জনসাধারনের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। সোমবার সকালে বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি এলাকা থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাসসহ সকল প্রকার অন্যায় দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহবান জানান। এসময় বড়দল ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকাত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালি, মহিলা মেম্বর প্রার্থী রেহানা পারভীন, হাফিজা খাতুুন তমা, সাবেক তরুণলীগের সভাপতি মামুন মালী, ইউপি সদস্য প্রর্থী শুকুর আলী মালী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *