আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাক্স পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষে ভ্রাম্যমান আদালতে ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলীফ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আশাশুনি সদরের ঔষধ ফার্মেসীর মালিক মনিরুজ্জামানকে ১ হাজার টাকা, হাসানুজ্জামানকে ২০০ টাকা, সিদ্দিককে ২০০ টাকা ও জিএম সাইফুজ্জামানকে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় জনস্বার্থে মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ খান, অফিস সহকারি আব্দুর রশিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply