আশাশুনিতে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। বেলা ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র‌্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় জনতা ব্যাংক চত্বরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাহিদুজ্জামান নাহিদ,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম তাজ,সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন,সহ সভাপতি সাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন ইসলাম তারিক,দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহুল দেব, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ,বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাচ্চু রহমান, ছাত্রলীগ নেতা রানা, শান্ত, রাফসান, শাওন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *