আশাশুনিতে আগুনে পুড়ে বসতঘর ভষ্মিভূত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় এক অসহায় পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভুষ্মিভূত হয়েছে। শনিবার ভোর ৪.৩০ টার দিকে কুল্যার মোড়স্থ বুধহাটা গ্রামের মৃত সমছের সরদারের ছেলে শাহিনুর রহমানের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, সে প্রতিদিনের ন্যায় তাদের বসত ঘরেই ঘুমিয়ে ছিলো। ভোরে আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় কোন কিছু বুঝে উঠার আগেই আসবাবপত্রসহ সাংসারিক মালামাল আগুনে পুড়ে ভুষ্মিভুত হয়ে যায়। পরে প্রতিবেশীদের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে গোচ্ছিত আসবাবপত্র ও অন্যান্য সাংসারিক মালামাল আগুনে পুড়ে ভুষ্মিভুত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অসহায় শাহিনুর রহমান। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে আগুন লাগার সঠিক কোন কারণ জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *