কালিগঞ্জ (শহর) প্রতিনিধি : কালিগঞ্জ থানার আয়োজনে (৪ জানুয়ারী) সোমবার বেলা ১১টায় থানা গোল চত্তরে উপজেলার সকল ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান প্রধানদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের সঞ্চাালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, নলতা রুপালী ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুর রহমান, কালিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, কালিগঞ্জ জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবর রহমান, কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক নূর মোহাম্মাদ, কালিগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়ার অফিসার বিশ^জিৎ গোলদার, ফাস্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যাবস্থাপক মাজেদুল ইসলাম, উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যাতি চক্রবর্তি, কালিগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার, কালিগঞ্জ ফাস্ট সিকিউরিটি ব্যাংক নলতা শাখার অফিসার শাইফুদ্দিন আল মামুন, কৃষি ব্যাংক কৃষ্ণনগর শাখার ম্যানেজার শেখ হাবিবুল্লাহ, সংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ । এসময় থানা পুলিশের মধ্যে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার তরিকুল ইসলাম, এ,এস,আই জুয়েল প্রমুখ। মতবিনিয়ম সভায় থানার সকল এআই ও এএসআই অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন মতবিনিময় সভায় বলেন, উপজেলার সকল ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাইটগার্ডদের সতর্ক থাকতে হবে এবং যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। আমাদের কোন ধরনের অসংগতি থাকবেনা। তিনি ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান গুলি সিসি ক্যামেরায় নিয়ে আসাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথা বলেন। তিনি কালিগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply