আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আলোচনা করা হয়েছে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনে জেলা দুর্নীতি প্রতিরোধ বেলা ১০টায় শহরের তুফান কোম্পানির কার্যালয়ে এবং কমিটির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত উপস্থিত ছিলেন কমিটির সহ’সভাপতি অধ্যাপক মুর্শিদা আক্তার ও ডা. আবুল কালাম বাবলা, নির্বাহি সদস্য- ক্যাপ্টেন মো. এছাহক আলী, মো. আব্দুর রব ওয়ার্ছি, সাকিবুর রহমান বাবলা, বেগম মরিয়ম মান্নান, রেবেকা সুলতানা ও শেখ মোসফিকুর রহমান মিলটন, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগমের সীমাবদ্ধ থাকায় সংক্ষিপ্ত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটি ইতিপূর্বে জেলা, সকল উপজেলা ও সদরের সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে দুর্নীতি বিরোধী কয়েক ধরনের পোস্টিং করেছে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।
Leave a Reply