নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের যন্ত্রপাতির টেন্ডার পাশ হলেও হয়নি ওয়ার্ক অর্ডার। যার ফলে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগীর পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, দ্রুত ওয়ার্ক অডারের দাবী ভুক্তভোগীদের। সরেজমিনে গিয়ে রোগীদের সাথে কথা বললে তারা জানান, ‘সাতক্ষীরা মেডিকেলে এসেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু এখানে রোগীদের ডায়ালাইসিসের প্রয়োজনীয় সামগ্রী না থাকার কারনে প্রতিদিন তাদেরকে ছুটতে হচ্ছে সাতক্ষীরার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, গুনতে হচ্ছে মোটা অংকের টাকা’, অনেকে আবার অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে হচ্ছে বঞ্চিত হচ্ছে, ঠিক সেই সময় কান্না ভরা কন্ঠে কেশবপুরের কোহিনুর বেগম জানান, তিনি প্রায় দেড় বছর যাবৎ তার স্বামীকে নিয়ে সাতক্ষীরা মেডিকেলে আছেন , স্বামীর চিকিৎসা করাতে গিয়ে তারা নিঃস্ব প্রায়, এখন অর্থের অভাবে তার স্বামীকে চিকিৎসা করাতে পারছে না , আজ ও তাকে ডায়ালাইজার, ব্লাডলাইন, নিডিল, সিরিঞ্জ বাবদ ২ হাজার টাকার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ক্রয় করতে হয়েছে ।
অপর একটি সুত্র জানায়, টেন্ডার হওযার পরও কন্টাক্টরের সাথে কমিশন নিয়ে দরকশাকশির কারণে মাল ক্রয়ে বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে হিসাব রক্ষক মোত্তাজুল জানান, গত ৩০ নভেম্বর ডায়ালাইসিস বিভাগের বিভিন্ন যন্ত্রপাতির টেন্ডার পাশ হয়েছে, কিন্তু টেন্ডার পাশ হলেই কার্যক্রম শুরু করা যায় না, টেন্ডার পাশ, মুল্যায়ন ও ওপেনিং করার জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হয়, সে সকল কার্যক্রম শেষে ডায়ালাইসিস বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের জন্য খুব শীঘ্রই মেডিকেল তত্ত্বাবধায়ক ও অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে মেডিকেল অফিসারদের নিয়ে একটি বোর্ড মিটিং হবে, তারপর কন্টাক্টরের এর কাছে হস্তান্তর করা হবে। অপর একটি সুত্র জানায়, টেন্ডার হওযার পরও কন্টাক্টরের সাথে কমিশন নিয়ে দরকশাকশির কারণে মাল ক্রয়ে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে মেডিকেল তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, আমাদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ শেষে অতিশীঘ্রই কিডনি ডায়ালাইসিস বিভাগের টেন্ডারকৃত সকল যন্ত্রপাতির ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।
Leave a Reply