সাতক্ষীরায় ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


এস,এম,হাবিবুল হাসান :     সাতক্ষীরায় মাস্টারপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ দলীয় নকআউট ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রীজের সভাপতি নাছিমা ফারুক খান মিঠু।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া রুচিরা বেকারী সংলগ্ন মাঠে মাষ্টারপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সুমনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভোমরা স্থলবন্দর সিএনএফের অর্থ সম্পাদক এ.এস.এম.মাকসুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড এন্ডাষ্ট্রীজের সভাপতি নাছিমা ফারুক খান মিঠু। 
রেজওয়ানুল আলম রিজভী ও বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাতনদী প্রত্রিকার সম্পাদক মো.হাবিবুর রহমান হবি,খুলনা বিভাগীয় জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র সমাজের সভাপতি মো.কায়ছারুজ্জামান হিমেল, হারুন খান হারু,আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী, মাহমুদ চৌধুরী উজ্জল, মো. মুছাব্বেরুজ্জামান সুমন, সাজেক্রীসের সাবেক নির্বাহী সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সালেহীন ইভন,শেখ দারুজ্জামান রুবেল,রাহুল সরকার,জি এম মেহেদী হাসান,মাহমুদুল হাসান লাল্টু,আসাদুজ্জামান বাবু এস,এম,হাবিবুল হাসান কোমল বিশ্বাস,শেখ বেলাল হোসেন প্রমূখ।
সিক্সসার সাইস ভিত্তিক ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সমূহ হল,মাষ্টারপাড়া সুপার কিংস, টিম রেট্রিবিউশন, কাটিয়া ইয়াং রাইডার , লাল্টু লায়ন্স, কিংস রাইডার , ক্র্যাক প্লাটুন, কেএইচএম একাদশ, রেড টাইটানস্। 
উদ্বোধনীী খেলায় কাটিয়া ইয়াং রাইডারস বনাম কিংস রাইডারস পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *