নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বিজয় দিবসের আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ, মোঃ আনিছুর রহমান, মোঃ আবুল খায়ের, মোঃ হাবিবুল্লাহ, দিপাসিন্ধু তরফদার, ফিরোজা আফরোজ, সুলতানা পারভীন, মোঃ শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, মমতাজ হোসেন প্রমুখ। আলোচনা সভায় প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। আমাদের সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের সার্থকতা সেখানেই, বঙ্গবন্ধুর যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে।’ আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ ম-ল ও মোঃ আনিছুর রহমান।
Leave a Reply