মহান বিজয় দিবসে কৃষ্ণনগর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

বালিয়াডাঙ্গা প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল ১৬ই ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বাবর আলীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এরপর বাংলাদেশ আওয়ামী লীগ কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে মোস্তফা কবিরুজ্জামান মন্টুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কৃষ্ণনগর শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান প্রতিনিধি সাফিয়া পারভীন। এছাড়াও ইউনিয়ন যুবলীগ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু স্মৃতি সংঘ শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *