তালায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোটার: মহান স্বাধীনতা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে বাংঙ্গালী জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার অর্জন করে, স্বপ্ন দেখে স্বাধীন ভাবে বেঁচে থাকার। সে জন্য জাতি এই দিনটাকে শ্রদ্ধার সাথে স্বরণ করে। পালন করে বিজয় দিবস হিসেবে।

এ দিবস উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় তালা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের করব জিয়ারত, সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে পাতাকা উত্তোলন, ধর্মীয় উপাসানালয়ে দোয়া, প্রার্থনা অন্যতম।

বুধবার(১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন’র সভাপতিত্বে পতাকা উত্তোলন কর্মসূচী অনুষ্ঠিত হয়। তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া)’র সংসদ এ্যাড. মুস্তোফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, মুর্শিদা পারভীন পাপড়ি, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, মুনছুর আলী গাজী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ অনেক প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করে। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *