কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা হেলথ এ্যাসোসিয়শনের সভাপতি প্রশান্ত মন্ডলের আহবানে সারা দেশের ন্যায় হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে নলতায় কর্মবিরতি পালন করে চলেছেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। প্রধান মন্ত্রীর ১৯৯৮ সালের স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে ঘোষনার বাস্তবায়নের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে এ অরাজনৈতিক সংগঠনটি আন্দোলন চলাকালীন সময়ে উপ জেলার সকল অস্থায়ী টিকাদান কেন্দ্রের সেবা কার্যক্রম বন্ধ আছে। ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে টিকাদান কেন্দ্রে সেবা নিতে আসা মা ও শিশুরা। ৯ অক্টোবর মাঠে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা বেতন বৈষম্য দূরীকরণ ও টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে কর্মবিরতির ১৪তম দিনে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অবস্থান করেন। দাবী বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্বাস্থ্য পরিদর্শক প্রাশান্ত কুমার সরকার বলেন আমরা কাজের মানুষ কাজ করতে চাই। কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছি বেতন বৈষম্য দুর করা ও পদ মর্যাদার জন্য। আমরা এখন ১৬তম গ্রেডে আছি, আমাদের দাবী নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য পরিদর্শক , সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নীত করা হোক। আমাদের কর্মদক্ষতার কারণে আমাদের মাননীয় প্রধান মন্ত্রী ভ্যাকসিন হিরো সহ ৫টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। আমরা আশাবাদী সরকার শ্রীঘ্রই আমাদের যৌক্তিক দাবীসমূহ মেনে নিয়ে আসন্ন জাতীয় হামরুবেলা ফ্যামেইন সহ আমাদের কাজে ফেরার সুযোগ করে দিবেন।
Leave a Reply