কারামুক্ত হলেন সাংবাদিক কাজল

ন্যাশনাল ডেস্ক: অবশেষে কারাগার থেকে মুক্ত হলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। গ্রেপ্তার হওয়ার প্রায় ৯ মাস পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে কাজল বাসার উদ্দেশে রওনা হন। কাজলের ছেলে মনোরম পলক ও তার স্ত্রী জুলিয়া ফেরদৌসীও সেখানে উপস্থিত ছিলেন।

ছেলে মনোরম পলক বলেন, “বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থবোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।”

১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় সাংবাদিক কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে তাকে শেরেবাংলা নগর থানায় করা একই ধারার মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ওই আদেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *