কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন


কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০’ উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার রফিকুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল সরকার, ইউপি চেয়ারম্যান স,ম, মোরশেদ আলী, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকী, অধ্যাপক জিএম শাহানাজ আলী, অধ্যাপক বরুন কুমার বসু, সহকারি অধ্যাপক জহিরুল ইসলাম শাহীন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সরদার জিল্লুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ক্ষুদে বিজ্ঞানীগণ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশগ্রহনকারি ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এবং বিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *