কলারোয়া উপজেলার ১১ নম্বর দেওড়া ইউনিয়নবাসী স্মরণ করলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের

খোরদো প্রতিনিধি

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় কলারোয়া  উপজেলার ১১ নম্বর দেওড়া ইউনিয়নবাসী স্মরণ করলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আর প্রত্যক্ষ-পরোক্ষভাবে মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানানোর সর্বস্তরের জনগণ ১৬ ই ডিসেম্বর বুধবার যথাযোগ্য মর্যাদায় স্বল্পপরিসরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খোরদো ফুটবল মাঠের কন্যারে অবস্থিত শহীদ মিনারে স্বাধীনতা স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাতে, পরে  ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থায়ী মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান খোরদো  ক্যাম্প ইনচার্জ মামুনুর রশিদ ইউনিয়ন আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইউনিয়ন  ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান, ইউনিয়ন  আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।  পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আহসান উল্লাহ 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *