কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে‘ কমলা রঙের বিশে^ নারী বাঁধার পথে দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। বৃধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়নে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবার্তি, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী তহমিনা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পারভীন আকতার, সফল জননী সাফল্য অর্জনকারী নারী মায়া রানী ঘোষ, নির্যাতনের বিভীষিক্ষা মুছে ফেলে নতুন উদ্যামে সাফল্য অর্জনকারী নারী ছালিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সাফল্য অর্জনকারী নারী শ্যামলী অধিকারীকে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় উপজেলা মহিলা অধিদপ্তরের সুপুার ভাইজার জয়দেব দত্ত।
Leave a Reply