নিজস্ব প্রতিবেদক: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের সঙ্গীতা মোড়স্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ফারুক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আছিফুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূট্রো, সিনিয়র সহ সভাপতি মিলন হোসেন শিকদার, সদর মৎস্যজীবী দলের সভাপতি সালাউদ্দিন আহমেদ, শহর মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, শহর যুবদলের সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জল সাধু, দরগাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা বিএনপি’র অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply