বিনোদন ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। এর নাম ‘জননী জন্মভূমি’। এতে মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করেছেন গুণী অভিনেত্রী আনোয়ারা বেগম ও ফারজানা ছবি। আছেন তনামি হক, মাহমুদুল হাসান মিঠু, পীরজাদা হারুন, শেলী আহসানসহ অনেকে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে।
গল্পটি এমন- বিদেশের মাটিতে বেড়ে ওঠা সন্তান মুক্তি পালক পিতার কাছ থেকে জানতে পারে তার আসল পরিচয়। জানতে পারে, সে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তি সিদ্ধান্ত নেয়, তার জননীর খোঁজে জন্মভূমি বাংলাদেশে আসার। শুরু হয় নতুন এক যাত্রাপথের গল্প। একসময় খুঁজে পায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রোকেয়াকে। তার হাত ধরে মুক্তি একটু একটু করে ফিরতে শুরু করে অতীত ইতিহাসের পথে। তারপর উন্মোচিত হয় গভীর এক রহস্য।
Leave a Reply