আন্তর্জাতিক ডেস্ক: বিহার নির্বাচনে বড় সাফল্যের মুখ দেখছে বাম দল গুলি মঙ্গলবার প্রথম দফার গণনার পর ২০টি আসনে এগিয়ে রয়েছে তারা।
প্রসঙ্গত বিহারের রাজ্য নির্বাচনে মোট ২৯টি আসনে প্রার্থী দিয়েছিল বাম দল গুলি, যার মধ্যে সিপিআই(এম এল) লড়ছে ১৯টি আসনে, সিপিআই ৬টি এবং সিপিএম ৪টি আসনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ লড়াইতে বামদল গুলি বলরামপুর, বিভূতিপুর, আরওয়াল, আররা, দারাউলি ইত্যাদি ২০টি আসনে এগিয়ে আছে।
এক সময়ে বিহারের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বামদলগুলি শেষ দুটি বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। ২০১০ সালের নির্বাচনে সিপিআই পেয়েছিল মাত্র ১টি আসন, ২০১৫ র নির্বাচনে সিপিআই(এম এল) পেয়েছিল ৩টি আসন।
এ বছর বিভিন্ন সংবাদ মাধ্যমের এগজিট পোল গুলিতেই বামেদের সাফল্য আন্দাজ করা গেছিল।
আপাতত, গত দুই নির্বাচনের খরা কাটিয়ে বামেরা ফের বড় সাফল্য পাবে, রাজনৈতিক মহলের এমনই মত
Leave a Reply