মশাল ডেস্ক: কোভিড-১৯ সংক্রমণ থেকে বেঁচে যাওয়া অনেকেরই মানসিক সমস্যা দেখা দেওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। গতকাল সোমবার মনোরোগ বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। একটি বড় আকারের গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ২০ শতাংশের ৯০ দিনের মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে যাঁদের মানসিক স্বাস্থ্য সমস্যা ধরা পড়তে দেখা যায়, তাঁদের উদ্বেগ, হতাশা ও অনিদ্রার মতো সাধারণ সমস্যা ছিল। গবেষকেরা বলেন, তাঁদের ডিমেনশিয়া বা স্মৃতিহারানোর মতো মস্তিষ্কের রোগের ঝুঁকি বাড়তে দেখা যায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক পল হ্যারিসন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও গবেষকদের জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং এর কারণ অনুসন্ধান করে কোভিড–পরবর্তী মানসিক অসুস্থতার চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করতে হবে।
Leave a Reply