নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহামারী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় শহরের সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির আয়োজনে ও শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সৌজন্যে সংগঠনের সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সেক্রেটারী রজব আলী খাঁ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, রায়হান গাজী, সুলতানপুর বড় বাজার লেবার শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সেক্রেটারী মোনতেজ আলী ও আব্দুল হাকিম প্রমুখ।
Leave a Reply