বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বয়সভিত্তিক জেএফএ কাপ অনুর্ধ-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়শীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ ২-১ গোলে স্বাগতিক কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার(০৬ নভেম্বর)দুপুর ২টা ১৫ মিনিটে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল স্বাগতিক কুষ্টিয়াজেলা মহিলা ফুটবল দলের মুখোমুখী হয়।
নির্ধারিত ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধের ৩৫ মিনিট গোল শূন্য ড্র নিয়ে বিরতীতে যায় উভয় দল।
বিরতী থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় কুষ্টিয়া জেলা মহিলা দলের শিরিন গোল দিয়ে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় তারা। ০-১ গোলে পিছিয়ে থেকে সাতক্ষীরা জেলা মহিলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। প্রথম গোলের ৫ মিনিটের মাথায় সাতক্ষীরা মহিলা দলের খেলোয়াড় সুমাইয়ার দুর্দান্ত গোলে ১-১ সমতায় নিয়ে আসে সাতক্ষীরা জেলা মহিলা দল। টানটান উত্তেজনায় খেলা এগিয়ে যেতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে। খেলার শেষ মুহূর্তে সাতক্ষীরা জেলা মহিলা দলের খেলোয়াড় রাজিয়ার গোলে ২-১ লিড নেয় তারা। খেলার শেষ বাঁশি বাঁজা পর্যন্ত ২-১ গোল এগিয়ে থেকে সাতক্ষীরা জেল মহিলা অ-১৪ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় সাতক্ষীরা জেলা মহিলা দলের সাথে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার শেখ মাসুদ আলী, জেলা মহিলা ফুটবল দলের চেয়ারম্যান সাতক্ষীরা পৌর সভার মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, মহিলা দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস্ প্রমূখ।
জোন ভিত্তিক এই খেলায় বিজয়ী দল ঢাকার মূল পর্বে অংশগ্রহণ করবে। সে অনুযায়ী কুষ্টিয়া জোনে জেএফএ কাপ অনুর্ধ-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়শীপের বিজয়ী দল সাতক্ষীরা।
এর আগে বৃহস্পতিবার(০৫ নভেম্বর) একই মাঠে ট্রাইব্রেকারের মাধ্যমে নড়াইল জেলা কে ৪-৩ গোলে পরাজিত করে সাতক্ষীরা ফাইনাল খেলার টিকিট লাভ করে।
Leave a Reply