সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সাতক্ষীরা জজকোর্টে চলাচলের সড়ক। বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকায় রাস্তার পিচ, খোয়া উঠে বড় বড় গর্তে পরিণত হয়। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। বিষয়টি নজরে আসে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের। কিভাবে দ্রুত রাস্তাটির সংস্কার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে কোর্টের সড়ক সংস্কার শুরু হয়েছে। শনিবার এ সংস্কার কাজ পরিদর্শনে যান তিনি।
কোর্টের সড়ক সংস্কার বিষয়ে তিনি বলেন, সামান্য বৃষ্টির পানিতে কোর্টের মধ্যকার সড়কগুলো পানিতে ডুবে থাকে। এতে সড়কের খোয়া উঠে যায়। বিচার প্রার্থীদের চলাচলের ভোগান্তিতে পড়তে হয়। সড়ক সংস্কারের জন্য আইনজীবী সমিতির আমাকে অনুরোধ জানালে আমি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগে যোগাযোগ করলে তারা জানান, তাদের বরাদ্দ নেই। পরে সংশ্লিষ্ট দপ্তরের খুলনা বিভাগীয় এডিশন্যাল চীফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বাজেট পাশ করিয়ে সংস্কার শুরু করেন। রাস্তাটি দুটি অংশের সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে একটি অংশের কাজ শেষ হয়েছে। বাকী অংশের শুরু হয়েছে দ্রুত শেষ হবে বলে জানান তিনি।
Leave a Reply