নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কৃষকের মাঠ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) এসএসিপি প্রকল্পের অর্থায়নে ও কৃষিগবেষণা কেন্দ্র বেনারপোতা সাতক্ষীরা সহযোগিতায় ঘেরের বাঁধে সবজি চাষ, গ্রীষ্মকালীন টমেটো, বিএআরআই উদ্ভাবিত আম ও মাল্টার মাতৃবাগান সরেজমিনে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা: তাজকেরা খাতুন। পরিদর্শনের সময় কৃষি মন্ত্রালয়ের যুগ্ন সচিব কৃষকদের সাথে সবজি চাষের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন এবং তাদের কাজের প্রশংসা করেন এবং কৃষি বান্ধব সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগি তার কথা তুলে ধরে উৎসাহ প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বেনারপোতার কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোশাররফ হোসেন। তিনি এ প্রকল্পের আওতায় বিগত খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে সম্পাদিত কাজের বিবরণ তুলে ধরেন এবং আসন্ন রবি মৌসুমে গৃহীত গবেষণা কর্মসূচী অবহিত করেন। এ সময় তিনি এসএসিপি প্রকল্পের অর্থায়নে অত্র কেন্দ্রে স্থাপিত গ্রীষ্মকালিন টমেটোর মাঠপরিদর্শন করে সন্তোষ প্রকাশকরেন এবং এর চাষ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত আরও ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুলইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী খুলনার উপ-পচিালক কৃষিবিদ মো: হাফিজুর রহমান এছাড়া বিএডিসি ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply