প্রেস বিজ্ঞপ্তি::
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডাঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদুল হাসান মুক্তা। এছাড়াও প্রেস ও মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ডাঃ আজিজুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মাহমুদুল হাসান মুক্তা বলেন, ‘যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।’
Leave a Reply